শিল্পী সর্বাণী চ্যাটার্জী
"ভালো থাকতে হবে
ভালো রাখতে হবে
প্রকৃতি সাথে
সবার মাঝে
মনন ও চিন্তনের শুদ্ধতায়
ভরতে হবে এ ভূবন।
ফর্মূলা কি?
না কোনো গোপন কপি পেস্টের অপশান আর নয় ।
নিজের ভাবনার চাকায় একটু
সত্তা , সততা ও সাধনার সম্বনয় সাধন।
এখানেই বাজিমাত।
না পারলে অসুবিধা নেই
অন্যকে জানাও সাধুবাদ ।
নিজে এগিয়ে যাও ,অন্যকে পথ ছেড়ে দাও।
দেখো অন্যের মতো তোমার
পথেও একই প্রভাতি সুরের
আলোক ধারা
সেই আলোকে জাগাও
তোমার হৃদয়ের
সেই ভিন্ন গান ....
আপন যোগ্যতায় ছুঁয়ে যাবে
হাজার প্রাণ।
এস এক মানবিক বন্ধনে ভরি এ
চিদাকাশ
নববর্ষের শুভ লগ্নে
শান্তির সৌরভে
জাড়িত হোক
বহমান চিন্তনের অনন্ত
বিশুদ্ধ বাতাস।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.