শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে শান্ত(১৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০জানুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী - ধানশাইল সড়কের জামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ীটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিলো। এসময় রাস্তায় ঘণ কুয়াশা থাকায় গাড়ীটি চলন্তবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ী চালক শান্ত ওই গাড়ীর নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু রবণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.