মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) মঙ্গলবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপি এলাকা থেকে ২জন মানব পাচারকারী এবং ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন।
আটককৃত মানব পাচারকারীরা হলেন নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) এবং পোড়াগাঁও এলাকার আসমত আলীর ছেলে রাসেল মিয়া (১৬)।
অবৈধ অনুপ্রবেশকারীরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার বোমভাঘ গ্রামের মেলদার শেখের ছেলে শামীম শেখ (২৩), একই গ্রামের হায়দার গাজীর মেয়ে আফসানা খানম (২২), কুলসুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে রুমা বেগম (৩২), মৃত উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিলিনা বিশ্বাস (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে কাসেম বিশ্বাস।
বিজিবি জানায়, মানব পাচারকারী রমজান আলী ও রাসেল মিয়া গত ২৩ আগস্ট রাতে ২০হাজার থেকে ৩০হাজার টাকা দিয়ে তাদের ভারতে প্রবেশে সহায়তা করেছিল। পরে নিরাপত্তাহীনতার কারণে তারা পুনরায় মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে প্রবেশের সময় আটক হন।
আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, তারা আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.