শেরপুর প্রতিনিধি
গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আবুল কাশেমের মৃত্যুের ঘটনায় দায়ীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল করেছে সম্মিলিত ছাত্র-জনতা।শেরপুর জেলার সদর উপজেলা পৌর শহরের থানা মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানা মোড় চত্তরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি মামুনুর রহমান সহ অন্যান্য সমন্বয়ক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার জন্য দলটির দায়িত্বশীলদের বিচারের দাবি জানান। সেইসাথে জুলাই বিপ্লবে শেরপুর জেলার শহীদদের হত্যা মামলার আসামীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.