মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খাদ্য অধিদপ্তর মহাপরিচালক মোঃ আবুল হাছনাত হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম।
এসময় পাঁচ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, খাদ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
সভায় চলমান খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দুস্থ ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রম আরো শক্তিশালী ও কার্যকর হবে মর্মে আশা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.