মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে "জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সমাবেশের শুরুতে জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের গর্বিত মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, শহীদ সৌরভের বাবা সোহরাব হোসেন, শহীদ মাহবুবের বড়ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের অবদানে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশপ্রেম ও মূল্যবোধে গড়ে উঠবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.