মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার ৫ উপজেলা ও ৪ শহর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিএনপির উপজেলা ও শহর কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়।
জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহবায়ক মো. হযরত আলী, বর্তমান সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, মো. আবু রায়হান রূপন, মো. কামরুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।
বর্ধিত সভায় নবগঠিত জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.