মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুর পৌরসভার গৌরীপুর মহল্লাস্থ ট্রাক স্ট্যান্ড এলাকায় ২৩ জুলাই বুধবার দুপুর দেড়টায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মোঃ রমজান আলী (৩৫) নামে একজনের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মোঃ রমজান আলী শেরপুর পৌরসভার গৌরীপুর মহল্লার মৃত মোতালেব এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক সংবাদের ভিত্তিতে শেরপুর পৌরসভার গৌরীপুর মহল্লাস্থ ট্রাক স্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনকালে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ মোঃ রমজান আলীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই দণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.