মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরের প্রাচীন স্থাপত্যের নিদর্শন ঐতিহ্যবাহী পৌনে তিনআনী জমিদার বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।শেরপুর শহরের নারায়ণপুরস্থ ওই জমিদারবাড়ি পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মতিউজ্জামান, জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জমিদার বাড়ির স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং সংস্কৃতির দিকগুলো ঘুরে দেখেন। তিনি ঐতিহ্যবাহী এ স্থাপনাটিকে সংরক্ষণ ও পর্যটনের উপযোগী করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, এ ধরনের ঐতিহাসিক স্থাপনা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।
উল্লেখ্য, প্রাচীন স্থাপত্যের নিদর্শন ওই পৌণে তিনআনী জমিদারবাড়িটি গোল্ডেন হ্যারিটেজ হিসেবে রক্ষার জন্য দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছেন ইতিহাসবিদসহ স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.