মো: বেলায়েত হোসেন, শেরপুর
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জামালপুরের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন। পরে তিনি বেলুন উড়িয়ে দিবসটির শুভসূচনা করেন।
র্যালিতে অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জেলা ট্রাকমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর শিল্প ও বণিক সমিতির পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা কমিটির সদস্য সচিব শাহনুর রহমান সাইম, জেএন্ডএস গ্রুপের সহকারী মহাব্যস্থাপক আলমগীর কিবরিয়া, শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৩২৭৭) এর সভাপতি ফারুক আহমেদ, শেরপুর জেলা মটরযান ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.