মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
আস্থা প্রকল্প ও উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে সহনশীলতা ও ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরা হয়
শেরপুর শহরের থানা মোড়স্থ হোটেল আয়েশার ইন-এর হল রুমে অনুষ্ঠিত এই সংলাপের আয়োজন করে আস্থা প্রকল্প, এবং বাস্তবায়ন করে উন্নয়ন সমিতি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সদস্য বিপ্লব দে কেটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, আস্থার জেলা সমন্বয়কারী ফিরুজ আহমেদ, ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য— ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া (NCP শেরপুর), মুফতি ফখরুদ্দিন রাজী (ইসলামী আন্দোলন), মাওলানা মো. আব্দুল হালিম (খেলাফত মজলিস), শিক্ষিকা সালিহা ফেরদৌস (আস্থা সদস্য), যোগল কিশোর কোচ সহ আরও অনেকে।
বক্তারা বলেন, “দেশের মালিক জনগণ—এই সত্যকে প্রতিষ্ঠা করতে হলে ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি।”
তাঁরা বলেন, বিগত সময়ে দেশের রাজনীতিতে দুর্নীতি, ঘুষ ও ক্ষমতার অপব্যবহার যেভাবে হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে জনগণের আস্থা, অধিকার ও সম্মান সুরক্ষিত থাকবে।
রাজনৈতিক সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা পায়।
এই সংলাপে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.