মোঃ বেলায়েত হোসেন শেরপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এসময় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বিএনপি অফিস কার্যালয়ে পাশে ও জেলা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.