মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি বলেন, সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বনির্ভরতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.