মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুর জেলা কারাগার থেকে ১বছর মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী আরিফুল মাওলা মামুন (৩৬)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুর। বুধবার (১৯নভেম্বর) সকালে দিকে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল শেরপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট মামলা নং–১৭০/২৪ এর অধীনে ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী নং–৮০৫০/এ মামুন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি শেরপুর জেলার গৌরিপুর এলাকার আজাহার আলীর ছেলে। অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৪ জানায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.