শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে প্রায় ৬ টন ভারতীয় চোরাই জিরা উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি)’র টহল দল। ৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে বিজিবির হাতিপাগাড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাই জিরা উদ্ধার করে।
এছাড়া একইদিন পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিজিবির সূর্যপুর বিওপির অভিযানে ৮৩৩ কেজি জিরা এবং আইলাতলী বিওপির অভিযানে ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ও আইলাতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিরা এবং জিলেট ব্লেড পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ৬ হাজার ৬৬৮ কেজি জিরা এবং ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড আটক করে। আটক হওয়া ভারতীয় চোরাই জিরা ও ব্লেডের মূল্য প্রায় ৮১ লাখ ৯ হাজার টাকা।
তবে অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার দুপুরে ওই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.