চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন হাংচৌয়ে, চীন-রাশিয়া প্রধানমন্ত্রী পর্যায়ের ৩০তম নিয়মিত বৈঠকে অংশগ্রহণ করেছেন।
বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও রাশিয়া একে অপরের ভালো প্রতিবেশী ও অংশীদার। দু’দেশ পরস্পরকে বিশ্বাস করে। চলতি বছর চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের দেশপ্রেমিক যুদ্ধ, এবং বিশ্বের ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। দু’দেশ এ উপলক্ষ্যে উদযাপনী অনুষ্ঠান আয়োজনে একে অপরকে সহায়তা করেছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর দু’বার সাক্ষাত করেছেন, যা দু’দেশের সম্পর্ককে আরও উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে গভীর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, চীন দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে, এবং সাধারণ উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করতে, রাশিয়ার সাথে কাজ করে যেতে ইচ্ছুক।
লি ছিয়াং আরও বলেন, গত মাসে, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন, "পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা" প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন করেছে, যা আগামী পাঁচ বছর ও তার পরের চীনের উন্নয়নের জন্য একটি রূপরেখা। চীন রাশিয়াকে দৃঢ়ভাবে সমর্থন করতে, ঘনিষ্ঠ উচ্চ-স্তরের বিনিময় বজায় রাখতে, উন্নয়ন-কৌশলগুলোর সমন্বয় জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করতে, এবং দু’দেশের নতুন যুগের সার্বিক সমন্বয়ের কৌশলগত অংশীদারিত্বকে ক্রমাগত এগিয়ে নিতে, এবং আধুনিকায়নের পথে হাতে হাত রেখে এগিয়ে যেতে ইচ্ছুক।
বৈঠকে মিশুস্তিন ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, রাশিয়া-চীন নতুন যুগের সার্বিক সমন্বয়ের কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে সর্বোচ্চ ঐতিহাসিক স্তরে রয়েছে। রাশিয়া চীনের সাথে উচ্চ-স্তরের বিনিময় জোরদার করতে; বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, জ্বালানি, কৃষি, ডিজিটাল অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করতে; "রাশিয়া-চীন সংস্কৃতি বর্ষ"-এর ধারাবাহিক কার্যক্রম সফলভাবে আয়োজন করতে; এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়বস্তুকে ক্রমাগত সমৃদ্ধ করতে ইচ্ছুক।
সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.