সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল অংশে ডাকাতি প্রতিরোধে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। এরজন্য সড়কের দুইপাশের ঝোঁপঝাঁড় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান তারা।
সোমবার (১এপ্রিল)) দুপুরে ইউএনও, সরাইল সার্কেল এসপি ও ওসি মাঠে নামেন। তারা রাতে ডাকাত দলের আশ্রয়স্থল সড়কের দু’পাশের ঝোঁপঝাঁড় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন। প্রায় আধা কিলোমিটার সড়কে এই অভিযান চলবে বলে জানান তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সড়কের দু’পাশের ঝোঁপঝাঁড়েই ঘাপটি মেরে বসে থাকে ডাকাতদল। সুযোগ বুঝে বেড়িয়ে পড়ে যাত্রীবাহী গাড়ি গুলোতে ডাকাতি করতে। গত রোববার রাতে সড়কের পাশের ঝোঁপঝাঁড় থেকে বেরিয়ে ডাকাতদল সড়কে প্রতিবন্ধকতা তৈরী করে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতদল।
তাই ডাকাতি প্রতিরোধ, চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার দুপুরে সড়কের দু’পাশের ঝোঁপঝাঁড় পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূ্ইঁয়া, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো.রাকিবুল হাসান ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম।
থানা ও উপজেলা প্রশাসনের অর্থায়নে ২০ জন শ্রমিক কাজ শুরু করেছেন। পরিস্কার পরিচ্ছন্ন অভিযান সরাইলের শেষ সীমানা পর্যন্ত কেটে একেবারে পরিচ্ছন্ন করা হবে।
এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কে সাধুবাদ জানিয়েছেন সিএনজি চালক ও এলাকার মানুষ। তারা এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন বলে মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.