মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সন্তানের মৃত্যুর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজ শয়ন ঘরের পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত নুর হোসেন (৪৫) উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত বাহু মোহাম্মদ এর ছেলে। নিহত নুর হোসেন এর স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।
নিহত নুর হোসেন এর স্ত্রী মনুয়ারা বেগম বলেন, রাত ৮টার পর থেকে আমার স্বামীকে দেখতে না পেয়ে খোজাখুজি করি। ২-৩ ঘন্টা খোজাখুজির পর আমাদের শয়ন ঘরের পাশের ঘরে গলায় ফাঁস দেওয়া তাঁর লাশ দেখতে পাই।
নিহতের ছোট ভাই বেলাল হোসেন বলেন, আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে গ্যাস ট্যাবলেট (ইদুর মারা বিষ) খেয়ে আত্মহত্যা করার পর থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজকে তার চিকিৎসা করার জন্য জুম্মার নামাযে মসজিদে সকলের সহযোগিতা চাইলে, অনেকে সহযোগিতা করে। আমরা আগামীকাল তাকে (ভাইকে) রংপুরে চিকিৎসা করাতে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আজ রাতে সে নিজ শয়ন ঘরের পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানায়, তার ছেলে আত্মহত্যা করার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনি দিনমজুরি কাজ করে সংসার চালাতো। তার চিকিৎসার জন্য আমরা সকলে সহযোগিতা করে আগামীকাল রংপুরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম আর আজকে সে আত্মহত্যা করলো।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা রাত সাড়ে ১১টার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ নামায়। পরিবার এবং এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.