মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা:
রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে শাহিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সবুজবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ এ তথ্য নিশ্চিত করে জানান, শাহিনের (২২) বাড়ি জামালপুর জেলায়। রাজধানীর দক্ষিণগাঁও এলাকার ১ নম্বর রোডের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন শাহিন ও তার স্ত্রী। তবে গত ১৫ দিন আগে তার স্ত্রী এই বাসা থেকে চলে যান।
তিনি জানান, পারিবারিক কলহে শাহিনের স্ত্রী চলে যান বলে জানতে পেরেছি। এর জের ধরেই বুধবার বেলা পৌনে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এসআই আবু হানিফ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.