জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ‘সভ্যতাগুলোর মাঝে সংলাপ’ শিরোনামে আন্তর্জাতিক দিবস প্রতিষ্ঠার জন্য চীনের একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সভ্যতার মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ১০ জুনকে মনোনীত করে পরিষদ। শুক্রবার এ প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবনায় বলা হয়, সব সভ্যতাগত অর্জন ‘মানবজাতির সম্মিলিত ঐতিহ্য’।
এটি বিশ্বশান্তি বজায় রাখতে, সাধারণ উন্নয়নের প্রচার, মানুষের মঙ্গল বৃদ্ধি এবং যৌথ অগ্রগতি অর্জনে সভ্যতাগুলোর মাঝে সংলাপের গুরুত্বপূর্ণ ভূমিকায় জোর দেয়।
জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ইউএনজিএ পূর্ণাঙ্গ অধিবেশনে খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেন।
এসময় তিনি বলেন, একাধিক সংকট এবং চ্যালেঞ্জের বর্তমান প্রেক্ষাপটে, বৈষম্য ও কুসংস্কার দূর করে বোঝাপড়া ও বিশ্বাস বাড়াতে, জনগণের মধ্যে যোগাযোগ, সংহতি ও সহযোগিতা জোরদার করতে সভ্যতাগুলোর মাঝে সংলাপের গুরুত্বকে কাজে লাগাতে দিবস প্রতিষ্ঠার প্রস্তাব করছে চীন।
সূত্র: রওজায়ে জাবিদা ঐশী,সিএমজি বাংলা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.