প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ১২:১৩ পি.এম
সময় এখন বৈরী

আব্দুস সাত্তার সুমন
আস্ত একটা তরমুজ আন্ত
বাবা ভালোবেসে,
কেজি ধরে তরমুজ বেঁচে
ফেরাউনের দেশে।
লেবুর হালি ১০০ টাকা
শসা অধিক দামি,
লক্ষ টাকা স্বর্ণ এখন
বোকা শুধু আমি।
খেজুর কেনা লাগামছাড়া
মদ্য পানি সস্তা,
চিনি, পেঁয়াজ, ভোজ্য তেলের
সিন্ডিকেটের বস্তা।
রোজার মাসে একটি দানে
৭০ গুনে পুণ্য,
ব্যবসায়ীরা বাটপারিতে
গ্রিনিস ভেঙে চূর্ণ।
মুসলিম আমরা দাবি করি?
হারাম দেহ তৈরি,
নামাজ, কালাম যতই পড়ি
সময় এখন বৈরী!
ডিজিটালের পদার্পণে
সত্তা গেছে মোরে,
চলে যাওয়া সোনালী দিন
শুধুই মনে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.