মোঃ রহমত আলী
যারা ছিল, তারা তো এখন আর নেই,
যারা আছে, তারাও চলে যাওয়ার পথে,
যারা আসবে, তারা ক্ষণিকের মেহমান,
যারা চলে গেছে তারাই বেঁচে গেছে!
যারা থাকতে চায়, তারা যেতে হবে বাধ্য।
তারা কোথায়,যারা ভেবেছিল যাবেনা,
তারাও তো বিলীন, কালক্রমে মাটির গর্ভে,
তারা আজও আছে ইতিহাস সাক্ষী,
তারা যারা ছিল সব একদম সত্যবাদী!
তারা চলে গেছে তবুও যুগের ইতিহাস।
যারা যোগ্য ছিলে, তারা অযোগ্য হলো,
যারা সবল ছিলে, তারা আজি দুর্বল,
যারা অত্যাচারী, তারা একদা হবে নির্মূল,
যারা ধৈর্যশীল, তারাই মূল সময়ে সার্থক!
যারা সত্য জেনেও, ভান ধরে অজানাই,
যারা করে মিথ্যাচার, তারাই পরাজিত।
তারা দুষ্ট নির্বোধ, যারা করে হক হরণ,
যারা সাক্ষ্য দেয় মিথ্যা, যারা করে বরণ,
তারা জবাবদিহিতায় কি বলবে তখন?
যারা নির্যাতিত, তারা জেগে হবে উৎফুল্ল,
যারা করে অবিচার, দেখবে তারা সেদিন ন্যায়বিচার, ইনসাফ শেষ সমানে-সমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.