মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মদিনাজপাড়া গ্রামের রাজমিস্ত্রি পলাশের স্ত্রী মোছাঃ রিতা দীর্ঘদিন ধরে চোখের দৃষ্টি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
রিতা জানান, তাদের দুটি ছেলে সন্তান থাকলেও জন্মের পর থেকে একবারও সন্তানদের মুখ দেখতে পারেননি। এমনকি শ্বশুর-শাশুড়ির সেবাও করতে পারছেন না। স্বামী পলাশ দৈনিক রাজমিস্ত্রির লেবার হিসেবে ৩০০ টাকা মজুরিতে কাজ করেন, যা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়।
https://youtu.be/o2MO8oO90o4?si=Hy2AU0s7ABGmSWul
পলাশ জানান, একদিন টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে রিতা সম্পূর্ণ দৃষ্টি হারান। বর্তমানে চোখের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না থাকায় অপারেশন করানো সম্ভব হচ্ছে না।
এই দম্পতি সরকারের সহযোগিতা ও সহৃদয় ব্যক্তিদের সাহায্যের মাধ্যমে রিতার চোখের আলো ফিরিয়ে এনে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.