সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার সৌখিন কবুতর খামারি মোঃ শুক্কুর আলী। সখের বশে দেশি বিদেশি ভালো জাতের কবুতর পালন করতে গিয়ে এখন একজন সফল উদ্যোক্তাও তিনি। শুক্কুর আলী কবুতর পালনের পাশাপাশি উন্নত জাতের গাভীও পালন করছেন। এছাড়া তিনি ভুট্রা চাষ করেও সফল।
সরেজমিনে গিয়ে কথা হয় শুক্কুর আলীর সাথে, তিনি বলছিলেন ইউটিউবে কবুতর পালন করা দেখে তার মধ্যে আগ্রহ হয়। পরে তিনি ঢাকা থেকে উন্নত জাতের বিদেশি ১০ জোরা কবুতর কিনে এনে নিজ বাড়িতে পালন করতে শুরু করেন। এখন তার কাছে প্রায় ৭০ জোরা কবুতর রয়েছে। কয়েক জোরা কবুতর তিনি বিক্রিও করেছেন ভালো দামে।
শুক্কুর আলী'র খামারে বিভিন্ন জাতের কবুতর রয়েছে, এর মধ্যে মেলি, ব্ল্যাকডায়মন্ড, ডুবাস, গ্রিজেল, মাকসি, সবজি, ব্লু চেকার, রেড চেকার ও রেড লাহুরি অন্যতম ।
শুক্কুর আলী বলেন, তার খামারে ৩ হাজার থেকে শুরু করে ১৬ হাজার টাকা মূল্যের পর্যন্ত কবুতর রয়েছে। তার এখানে এমন কিছু কবুতর রয়েছে যা দেশের যে কোন প্রান্ত থেকে ছেড়ে দিলেও তার কাছে চলে আসে। অন্যান্য কাজ সেরে বর্তমানে সে ঠিক ভাবে সময় দিতে পারে না বলে কিছু কবুতর বিক্রি করে দিতে চাইছেন। এদের খাবার গম, ভুট্র এছাড়া এখন খাবারের দাম অনেক বেড়ে গেছে, খরচ পরে যায় অনেক বেশি।
কোন সৌখিন মানুষ কবুতর পালন করতে চাইলে শুক্কুর আলী'র কাছ থেকে কিনে নিতে পারেন।
কিভাবে আসবেনঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড থেকে সরাইল কালিকচ্ছ বাজার সিএনজি চালিত অটো রিক্সা দিয়ে আসতে পারেন। সেখান থেকে রিকশা করে মনিরবাগ এলাকা। শুক্কুর আলী, প্রয়োজনে মোবাইল - ০১৯৮৩২২৪৮৭৬ অথবা ০১৭৭৬৬৯২৭৭৬ এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। শুক্কুর আলী এইটুকু নিশ্চিত করেছে তার কাছ থেকে উন্নত জাতের বিদেশি কবুতর কিনে নিয়ে কেউ ঠকবে না।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.