ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অধ্যক্ষ শেখ মো. আবু হামেদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে আবু হামেদ স্মৃতি সংসদ কার্যালয়ে শেখ মো. আবু হামেদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহবায়ক সঞ্জীব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ। বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, সাবেক সচিব ড. আরিফুর রহমান, কবি, গবেষক ও প্রাবন্ধিক জয়দুল হোসেন, প্রাবন্ধিক ও গবেষক ঠাকুর জিয়া উদ্দিন আহমেদ, শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শিক্ষক ফজলুল হক মৃধা, উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহবায়ক আহমেদ হোসেন, প্রাবন্ধিক ও গবেষক ড. ওবায়েদুল্লাহ মামুন, উল্লাসকর দত্ত স্মৃতি সংসদের আহবায়ক, আহমেদ হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ, আওয়ামী লীগ নেতা ভাস্কর অলি মাহমুদ, মো. মোস্তাফিজুর রহমান, মো. মজিবুর রহমান, মিসেস মর্জিনা ইয়াছমিন, শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী, তালুকদার আবুল কাশেম, গোলাম ফারুক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একজন সত্যিকারের দেশ প্রেমিক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ছিলেন অধ্যাপক শেখ মো. আবু হামেদ। আবু হামেদ আপাদ মস্তক ছিলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ধারণকারী অসাম্প্রদায়িক চেতনার মানুষ। সভায় আবু হামেদের সংক্ষিপ্ত জীবনিসহ একটি ম্যুরাল নির্মাণ ও আগামী স্মরণ সভায় উপজেলার কলেজ পর্যায়ের কিছু শিক্ষার্থীদের উপস্থিত রাখার প্রস্তাব করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.