সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইঁদুরের ঔষধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশু অরুয়াইল ইউনিয়নের বারপাইকা এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪) সম্পর্কে তারা মামাতো-ফুপাতো বোন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বারপাইকা এলাকায় নিজ বাড়ির পাশে ওই দুই শিশু খেলা করছিল। খেলার সময় বাড়ির পাশে ইঁদুরের গর্তে থাকা ট্যাবলেট আকারের বিষ (ইঁদুর মারার জন্য রাখা) চকোলেট ভেবে খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই ইঁদুর মারার জন্য গর্তে বিষ দিয়ে রেখেছিলো। সেই ইঁদুর মারার বিষ খেয়ে শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশু কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।
অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.