সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইল মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ আগস্ট) মহিলা কলেজ মিলনায়তনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী র সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ রুবেল'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের সাংসদ ও জাতীয় পার্টি নেতা এডঃ জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মাহবুব খান, সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক নোমান মিয়া, সরাইল থানার ওসি তদন্ত আ স ম আতিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সদর ইউনিয়ন হুমায়ুন কবির, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ ও সাবেক বাপেক্স কর্মকর্তা সঞ্জীব কুমার দেব নাথ প্রমুখ।
এছাড়াও কলেজের সকল প্রভাষক ও কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মাহবুব খান। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, অনুভূতি প্রকাশ করেন বিদায়ী দুই পরীক্ষার্থী নুসরাত পাঠান ও সাহিদা বেগম।
পরে অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া করা হয়, দোয়া শেষে পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.