সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ জানুয়ারি) নির্বাহী কর্মকর্তার দফতরে জাতীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবী মোট ১৭ টি সংস্থার প্রতিনিধিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত সভায় ‘জিরো হোম ডেলিভারি’ কার্যক্রমকে সফল করার লক্ষে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন ইউএনও।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুক'র পরিচালক মোমিন হোসেন, মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান, উপলদ্ধির সভাপতি মো. শরীফ উদ্দিনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, আপনাদের সকল কাজে সরকারের প্রতিনিধিদের সমন্বয় করবেন। আপনারা সমাজ দেশ তথা মানুষের জন্যই কাজ করেন। আপনারা অনেক গভীরে প্রবেশ করে কাজ করতে পারেন। সরাইল উপজেলাকে মডেল হিসেবে নিয়েছেন জেলা প্রশাসক। আপনারা ‘জিরো হোম ডেলিভারি’ কার্যক্রমকে শতভাগ সফল করতে তৃণমূল পর্যায়ের মানুষকে উদ্ভুদ্ধ করুন।
তিনি সম্পূর্ণ বিনা পয়সায় কমিউিনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ পরিদর্শিকার কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি সম্পন্ন করতে পরামর্শ দেন।
এছাড়া সেবার জন্য আসলে জন্মনিবন্ধন ছাড়া কাউকে সেবা দিবেন না। বিশেষ করে শিশুশ্রম, বাল্যবিয়ে, মাদক প্রতিরোধে কাজ করুন। সরকারী জায়গা দখলের মত ব্যাধি থেকে সকলকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.