দীপক কুমার দেব নাথ, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এনসিপির উঠান বৈঠকের বক্তব্য নিয়ে স্থানীয় বিএনপি অসন্তোষ প্রকাশ করেন।
গত ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এনসিপির নেতা কর্মীরা উঠান বৈঠক করেন। এসময় অনেকেই বক্তব্য রাখেন, এর মাঝে স্থানীয় জসিম উদ্দিন খাঁন নামের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বক্তব্য দেন। তিনি বিএনপি কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেন।
জসিম উদ্দিন 'র বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কেই বিভিন্ন পোস্ট করতে দেখা যায়।
পরে স্থানীয় ওই শিক্ষক জসিম উদ্দিন খান ওই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন। তিনি বলেন , ভুলবশত রাজনৈতিক দলের অনুষ্ঠানে কিছু আপত্তিকর বক্তব্য দেই। এর জন্য তিনি এলাকাবাসি ও বিএনপি নেতাকর্মীদের কাছে এই বিষয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে জানান তিনি।
এই বিষয়ে নোঁয়াগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি মাসুক মিয়া বলেন, জসিম আমাদেরই সন্তান। সে ভুলবশত একটি কথা বলায় অনুতপ্ত হয়ে দু:খ প্রকাশ করে। তার ভুল বুঝতে পারায় আমাদের আর কোন অভিযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.