ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ নাসির মিয়া (৩৫) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকা থেকে তাকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিজানের অংশ হিসেবে উপপরিদর্শক শাহীন পারভেজ, উপপরিদর্শক রুবেল আখন সঙ্গীয় ফোর্স শুক্রবার আনুমানিক সারে পাঁচ টার দিকে ইসলামাবাদ এলাকা থেকে শরিয়তপুর জেলার খরকরা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে নাসির মিয়া (৩৫) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। বর্তমানে নাসির ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.