ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
গতকাল (০১ এপ্রিল) সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড় এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সরাইলের বিভিন্ন যায়গায় মোটরসাইকেল এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিকেলে সরাইল হাসপাতাল মোড় এলাকায় মোটরসাইকেল এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (নিঃ) মোঃ শাহীন পারভেজ, উপপরিদর্শক (নিঃ) পংকজ দাস ও সঙ্গীয় ফোর্স।
এসময় নাসিরনগর থেকে আসা একটি মোটরসাইকেল কে সন্দেহ হলে তাকে থামানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুই মাদক ব্যবসায়ী। পরে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের মাধবপুর শাহপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মিজান মিয়া (৩০) ও একই উপজেলার বেঙ্গাডোবা অহিদুল্লাহ'র ছেলে মোঃ আনু মিয়া(৩০)। এসময় তাদের দুটি ব্যাগ তল্লাশী করে স্কচটেপ মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সরাইল থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোর্পাদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.