সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা জাতীয়আবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস'র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির কালিকচ্ছ অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস'র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আহসানুল করিম ঠাকুর (রিপন)'র সভাপতিত্বে ও সৈয়দ জাকির হোসেন ও নজরুল ইসলাম'র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি এনামুল হক জুয়েল জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক জাসাস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বায়েজিদ আহমেদ হেলাল সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস, নূর মোহাম্মদ হাজারী যুগ্ম আহবায়ক জেলা জাসাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুগ্ম আহবায়ক জেলা জাসাস আমিনুল ইসলাম আমির প্রমুখ।
এছাড়াও উপজেলা'র বিএনপি ও অংগসংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক কবি এনামুল হক জুয়েল ও সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস বায়েজিদ আহমেদ হেলাল স্বাক্ষরিত এক চিঠিতে ৩৩ সদস্যের কমিটি অনুমোদন করেন। কমিটিতে আহসানুল করিম ঠাকুর (রিপন) আহবায়ক ও সৈয়দ জাকির হোসেন কে সদস্য সচিব ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, এই কমিটি আগামী দিনের রাজপথের সংগ্রামে ঝাপিয়ে পড়ে এদেশকে অবৈধ সরকারের হাত থেকে মুক্ত করবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.