ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা থেকে হাজতের রড ভেঙে হৃদয় মিয়া (১৬) নামে এক আসামি পালিয়ে গেছে। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সরাইল থানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থানার ডিউটি অফিসার ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আসামি হৃদয়ের বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে। সে মোবাইল চোর ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মোবাইল চুরি করার সময় স্থানীয় জনতা হাতেনাতে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে সরাইল থানার হাজতে রাখা হয়।
তিনি আরও জানান, গতকাল সন্ধ্যায় মামলার এজাহার লেখার সময় আসামি হৃদয় হাজতের বাথরুমের দিকে দরজার গ্রিল ভেঙে রড বাঁকা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ ও কনস্টেবল রোকসানা আক্তারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সরাইল থানার ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.