সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা, কারখানার মালিক কামাল মিয়া কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন। এসময় কারখানার মালিক কামাল মিয়া কে আটক করা হয়, কামাল মিয়া বিজয়নগর উপজেলার আবদুল গফুরের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানায়, উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া গ্রামে অবৈধভাবে পলিথিন প্রস্তুত করে আসছে বলে জানা যায়। এমন খবরের ভিত্তিতে বিকেলে কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক কামাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ লাখ টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে জানান। এ সময় সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রফিকুল হাসানসহ পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.