সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র পাকশিমুল ইউনিয়নে ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পাকশিমুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগন দূর দুরান্ত থেকে আসা দুই শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
পরে ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে দুইশত কম্বল বিতরণ করেন। এসময় পাকশিমুল ইউপি চেয়ারম্যান কাউছার হোসেন, সংবাদ কর্মী নারায়ণ চক্রবর্তী, ইউপি সদস্য বৃন্দরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.