সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বন্ধু ফাউন্ডেশনের মৃধা মাহবুব এলাহি প্রদ্যুৎ এর সভাপতিত্বে ও বন্ধু ফাউন্ডেশনের সদস্য সংবাদ কর্মী জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সম্পাদক মাহবুব খান বাবুল , কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান বাদল,
হেবজুল বারী ফাহিম, মোহাম্মদ কাউছার, নজরুল ইসলাম, সমাজ কর্মী রওশন আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দরা শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.