সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা ঝাড়ু মিছিল করেছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এই ঝাড়ু মিছিলটি বের করা হয়।
মিছিলটি সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝাড়ু হাতে নিয়ে পদবঞ্চিত নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু'র বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা অবৈধ কমিটি মানিনা মানবনা বলে স্লোগান দিতে থাকে।
পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
এ সময় নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মো. ওসমান খান, বিএনপির সাবেক নেতা আবজাল হোসেন, সাবেক নেতা শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.