সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে। ১৫ ডিসেম্বর রাতেই সরকারি বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জা করা হয়।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সরাইল সরকারি কলেজ, সরাইল মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় দেশ মাতৃকার জন্য জীবন দানকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিতাল সঙ্গীত নিকেতনের শিল্পীদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উল আলম ভুইয়া ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রকিবুল হাসান।
বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন স্থানীয় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।
পরে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশ গ্রহনে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত করে ৭১ এ দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। এর আগে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশাত্ববোধক কবিতা ও ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা হয়। বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.