ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র কালিকচ্ছের সূর্য কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার (০৯ মে) আমেনা খায়ের (এ কে) ফাউন্ডেশনের উদ্যোগে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাগীর মৃধার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মজনু মৃধা, সাংগঠনিক সম্পাদক আবু শামীম সানা, দপ্তর সম্পাদক মাসুদ মিয়া, ব্যাবসায়ী ও সমাজ সেবক ফয়সাল আহমেদ মৃধা দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ও আমেনা খায়ের (এ কে) ফাউন্ডেশনের পরিচালক ডা: মো: আব্দুর রাকিব।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিরা ঝর্ণা, ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাদিম খান।
পরে বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.