সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাক্ষণবাড়িয়ার সরাইল- নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের কদমতলি নামক স্থানে সিএনজি - অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক বাহার মিয়া (৪৫ নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত অনুমানিক ৮টার দিকে কদমতলি নামক স্থানে সিএনজি - অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে বাহার মিয়া (৪৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদরে প্রেরন করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।
(১১এপ্রিল) সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
ঘাতক সিএনজি চালিত অটোরিকশাটি স্থানীয়রা আটক করেছেন, চালক পলাতক রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.