ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার।
গত ২৮ ফেব্রুয়ারি২৩ খ্রি: উপজেলার অরুয়াইলের কাকরিয়া এলাকার ওবায়দুল্লাহ'র গোয়াল ঘরে চুরির ঘটনা ঘটে।
এসময় সঙ্গবদ্ধ চোরের দল দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মেঘনা নদীতে মাছ ধরতে থাকা জেলেদের উপস্থিতি টের পেয়ে চোরের দল পাশের ধান ক্ষেতে আত্মগোপন করে।
পরে কাকরিয়া এলাকার ওবায়দুল্লাহ'র ছেলে মোঃ পারভেজ মিয়া(২২) লোকজন নিয়ে চোরের দলকে খুজতে গেলে পা ফসকে পরে যায়। তখন কিশোরগঞ্জের ভৈরবের মোটুপী এলাকার বাছির মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) এর পলের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আসামীরা তখন দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত্যুর পূর্বে মোঃ পারভেজ মিয়া এজাহারনামীয় অন্যান্য আসামীগনসহ আসামী মোঃ সোহেল মিয়ার নাম-ঠিকানা বলে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত (১২এপ্রিল) ২০২৩খ্রিঃ তারিখ দিবাগত রাতে উপ পরিদর্শক (নিঃ) মোঃ নূরুল করিম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকা মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ সোহেল মিয়া গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে পারভেজ মিয়ার হত্যার ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী মোঃ সোহেল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.