সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি এয়ারগান অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। র্যাব-৯-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সচল এয়ারগান দুটি বিদেশি। উদ্ধার করা এসব অস্ত্র ও গুলি সরাইল থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র্যাব ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.