সারাদেশের ন্যায় সরাইলেও প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন - গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের অবশিষ্ট ৪৯ টি গৃহের জমিসহ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক যুগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহহীন পরিবারের হাতে গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সকল জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন এখনো যাদের গৃহ নেই জমি নেই তাদের সনাক্ত করে তালিকা তৈরি করার নির্দেশ দেন।
এসময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল প্রেসক্লাবের সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান, ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন প্রমুখ।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলায় যাচাই বাছাই করে ৩৬৩ টি পরিবারকে নির্বাচন করা হয়। প্রথম পর্যায়ে ১০২টি ২য় পর্যায়ে ৩১টি ৩য় পর্যায়ে ১৮১টি পরিবারকে গৃহ বন্দোবস্ত প্রদান করা হয়। অবশিষ্ট ৪৯ টি গৃহের কাজ সম্পন্ন হওয়ায় পরিবার গুলোর হাতে তুলে দেয়া হয় বাড়ির দলিল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.