সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টির নব গঠিত আহবায়ক কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ এপ্রিল সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদে এমদাদুল হক ছালেক ও মোজাহিদুল ইসলাম সেলিম কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।
শনিবার বিকেলে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এমদাদুল হক ছালেক এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম সেলিম ও যুগ্ম-সদস্য সচিব এম. এ মজিদ বক্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব এড. আব্দুল হামিদ ভাসানী।
এ সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন, নিজামুল হক আলমগীর, ইউসুফ খান, এ.কে. এম কাজল, জাপার কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সদস্য সচিব মোবারক হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মো. রুবেল মিয়া।
এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজি বাহার মিয়া, পানিশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাজমুল হক ও সাধারন সম্পাদক ওসমান চৌধুরী, জাতীয় পার্টির নেতা আমীর আলী মেম্বার, রিপন, দুলাল বক্স, জজ মিয়া, দানিছ মিয়া, রুবেল মিয়া, শফিকুর রহমান মোল্লা, তামান মিয়া, ওছন আলী, মুখলেছুর রহমান, খালেদা আক্তার প্রমুখ।
এ সময় সভায় উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব এড.আব্দুল হামিদ ভাসানী বলেন, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী, আগামীতে যে নির্বাচন হবে তাতে জি এম কাদেরের নেত্বত্বে জাতীয় পার্টি মাঠে লাঙ্গল প্রতীক নিয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.