সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১১ জনের মধ্যে একে একে ৫ জন প্রার্থী সড়ে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।
সোমবার তারা নিজ নিজ আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পুরূষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সেই হিসাবে নির্বাচনী মাঠে ৩ পদে এখন লড়বেন ১৫ জন প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই কার্যদিবস চলাকালীন সময়ে চেয়ারম্যান পদের ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারকৃতরা হলেন, স্থানীয় বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু। তারা দু’জনই দলীয় হাই কমান্ডের নির্দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ৩ নেতা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সম্পাদক মো. সেলিম খন্দকার, শাহবাজপুর ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ আলম বাবুল ও কেন্দ্রীয় যুবলীগ নেতা অরূয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. নাজিম উদ্দিন ভাষানী।
তারা সকলেই সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন চেয়ারম্যান পদে লড়বেন ৬ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের ৫ নেতা ও স্বতন্ত্র একজন। আওয়ামী লীগ নেতারা হলেন- সরাইল উপজেলা আওয়ামী লীগের একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী যুবলীগের আংশিক কমিটির সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক মো. শের আলম মিয়া, পাকশিমুল ইউপি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এড. মো. মুখলেছুর রহমান, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউপি যুবলীগের সাবেক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাজিব আহমেদ রাজ্জি, স্বতন্ত্র প্রার্থী মো. জামাল মিয়া।
পুরূষ ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সরাইল গ্লোবাল টুরস্ ও- ট্রাভেলস্ এর চেয়ারম্যান সমাজসেবক হানিফ আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন মিয়া, আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারীর স্বত্বাধিকারী ও সামাজিক সংগঠন ‘হৃদয়ে সরাইল’এর সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ আলতাফ হোসেন, মো. এনাম খান, মো. সোহেল মিয়া ও মো. কাউছার হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, ২০১৪ ও ২০১৯ খ্রিষ্টাব্দের নির্বাচনেও প্রতিদ্বন্দি শামীমা আক্তার, অরূয়াইল ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা ইউপি সদস্য শিরিন বেগম ও মোছা. আবেদা বেগম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.