সরাইল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত, ২০ জন আহত হয়েছে ।
উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেগুরহাটির শিপন মিয়া ও চারুহাটির দানা মিয়া গংদের মাঝে গত কয়েকদিন যাবৎ জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ চলমান ছিল। আজ (২৩ নভেম্বর) রবিবার বিকেল ফের সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষের সময় দানা মিয়ার পক্ষের মো. আরফুজ আলী (৬০) নামে এক ব্যক্তি গুরতর আহত হয় । সে দেওড়া চারুহাটির প্রয়াত ফুল মিয়া' র ছেলে।
পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় , সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, একজন নিহতের খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রাখা আছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.