সরাইল (ব্রাহ্মণ বাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরগণা বন্ধু ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পরগণা বন্ধু ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে প্রকাশিত অনেক প্রাচীন একটি পত্রিকা 'সাপ্তাহিক পরগণা' পত্রিকাটির বন্ধু ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরগণা বন্ধু ফোরাম প্রতি শুক্রবার ক্ষুধার্তদের মাঝে এক বেলা খাবার বিতরণের বর্ষপূর্তি উপলক্ষে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পত্রিকাটির সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এর সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিবৃন্দরা পরগণা ফোরামের সদস্যদের সাথে দুপুরের খাবার খান।
অনুষ্ঠানে সাংবাদিক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি পরগণা বন্ধু ফোরামের এই মানবিক কার্যক্রমে যারা অর্থনৈতিক ও মানবিক এ কাজে সাহায্য সহযোগিতা করেছেন তাদের এ কার্যক্রম যেন অব্যাহত রাখেন এই সহযোগিতা কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা পরগণা পত্রিকার সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইউসুফ কে এধরনের মানবিক কাজের ভূঁয়সী প্রশংসা করেন। এ কাজে তিনি সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এসময় সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও সরাইল পরগণা বন্ধু ফোরামের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.