সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী
শেখ মোমতাজুল করিম শিপলু
মানবতার ফেরিওয়ালা মুজিব
হৃদয় ভরা মানবতা,
মানুষকে দিয়ে ভালোবাসা
দেখিয়েছো উদারতা।
এই দেশের জন্ম তোমার
উৎসর্গ করলে প্রাণ,
অনন্তকাল বেঁচে থাকবে তুমি
যতদিন পদ্মা মেঘনা বহমান।
তুমি শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তোমার মাঝেই মানুষ শুনে
স্বদেশ প্রেমের গান।
শোষিত বঞ্চিত লাঞ্চিত মানুষে
গড়লে তুমি মানবাধিকার,
পরাধীনতার শিকল ভেঙে
করলে তুমি প্রতিকার।
জুলুম নির্যাতন সয়ে সয়ে
তুমি দেশের ভাগ্যরতি,
রবি রশ্মি বিকিরিত ঘরে ঘরে
মহাবীর তুমি বাংলার স্থপতি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.