মোহাঃ জাহাঙ্গীর আলম
আমার এসএসসি ৯৩ সালে
আমার বন্ধু গুলো কে করি সন্ধান।
সমবয়সী এই বন্ধুগুলো খুবই অন্তরঙ্গ
যেন জানের জান।
৯৩ বন্ধু মানেই বুঝি
নিজ বিদ্যালয়ের সহপাঠী ৯৩ কে ঘিরে।
দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুদের গভীর বন্ধন
ইনশাআল্লাহ যাবে না কখনো ছিড়ে।
একইভাবে অন্য বিদ্যালয়ের একই শ্রেণীর
শিক্ষার্থীদেরকে বলা হয় সহপাঠী।
পরস্পরের মধ্যে রয়েছে হৃদয়ের টান
সম্পর্কটাও পুরো খাঁটি।
দীর্ঘদিন একসাথে পড়তে পড়তে হয়েছে
মনের সাথে বিরাট বড় একটা ভাব।
এর মধ্যেও আছে খাঁটি বন্ধু
যার আচরণে রয়েছে ইতিবাচক স্বভাব।
পুরোপুরি খাঁটি হোক অথবা একটু খাঁটি হোক
এই বন্ধুগুলোই বন্ধু হিসেবে অনেকটাই আসল।
এই বন্ধু গুলোর মধ্যে ভেজাল কম
পোহাতে হয় না ধকল।
আট আনা অথবা এক টাকার টিফিন
সহপাঠী বন্ধুদের কেউ কেউ খেয়েছি ভাগ করে।
এই বন্ধুগুলোর সাথে জড়িয়ে আছে
দীর্ঘ স্মৃতি এখনো মনে পড়ে।
বিদ্যালয়ে পড়েছি একসাথে
খেলেছি কত খেলা।
ছাত্র জীবনে কেউ ছিল কাছের
অথবা একটু দূরের তারপরও করি না হেলা।
এই বন্ধু গুলোর সাথে মন দেওয়া-নেওয়াতে
জড়িয়ে রয়েছে অনেক মধুময় স্মৃতি।
চলতে চলতে হয়েছে গভীর সম্পর্ক
ইতিবাচক মায়া,মমতা,আদর প্রীতি।
দীর্ঘদিন একসাথে বসেছি বিভিন্ন আসনে
হয়েছে ভাবের বিনিময়।
এই বন্ধুরাই মনে প্রানে অনেক খাটি বন্ধু
তার কি তুলনা হয়?
দেখা হলেই তুই তোকারি করে
নিয়ে থাকি বন্ধুর খোঁজখবর।
কথা শুরু হলে শেষ হতে চায় না
কেটে যায় অনেক প্রহর।
সহপাঠী বন্ধুরা পরিমেয় বন্ধু
ওদের অনেক কিছুই রয়েছে জানা।
নিঃসংকোচে মিশা যায় এই বন্ধুদের সাথে
মিশতে নেই কোন মানা।
দীর্ঘদিন পরে দেখা হলে এই বন্ধুদের প্রতি
মন থেকে আসে বিরাট বড় একটা টান।
ধনী গরিবে হয় না ফারাক
বন্ধু হিসেবে সমান।
দোকানে বসে চা পান করে
বন্ধুরা কত রকম কথা বলে।
থাকিস বন্ধু দেখা হবে ইনশাআল্লাহ
এখন যাচ্ছি চলে।
চাকরি-বাকরি পদমর্যাদায় হয়তো
কোন বন্ধু বড়।
সম্পর্কটা থাকে চলমান
হয় না জড়সড়ো।
যোগ্যতায় কোন বন্ধু যদি হয়ে যায় বড
আমরা করি গর্ববোধ।
রাখবো না মনে হিংসা বিদ্বেষ
সবার কাছে অনুরোধ।
সুখে-দুখে থাকবো পাশে,
বাড়িয়ে দিব হাত।
বন্ধুত্বের বন্ধন ইনশাল্লাহ রাখবো ধরে
থাকবে না অজুহাত।
উপরে আমরা সাদাকালো
ভিতরে রক্ত লাল।
সব বন্ধুদের বাসবো ভালো
সারাটি জীবন কাল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.