স্টাফ রিপোর্টার
ফয়সাল মুবিন পলাশ সহীহ তালীমুল কুরআন হিফয মাদরাসা বালক বালিকা শাখা, বাঙ্গরা বাজার থানার শুভ উদ্বোধন করেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা হোসাইন হানাফী দামাত বারকাতুহু। ০৮/০২/২০২৫ (শনিবার) এগারোটা থেকে দুপুর ১ টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আগমন করেছেন, উস্তাজুল হুফফাজ হাফেজ কারী আবু মুসা সাহেব কুমিল্লা, তরুণ বক্তা হাফেজ মাওলানা মুফতি আওলাদ হোসেন মুরাদি সাহেব আরো স্থানীয় ওলামায়ে কেরাম ও সকল মসজিদের ইমাম সাহেবগণ ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাহবুবুর রহমান। পরিচালক হাফেজ মাওলানা সুলাইমান নবীপুরি ও সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.